সড়ক অতীতের তুলনায় অনেক ভালো: ওবায়দুল কাদের

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

দেশের সড়ক-মহাসড়কগুলো অতীতের যে কোন সময়ের তুলনায় ‘অনেক ভালো’ দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যাতে কোন জনদুর্ভোগ না হয় সেজন্য মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক শ্রমিকসহ সব ‘স্টেকহোল্ডার’দের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

পরিবহন টার্মিনালগুলোর শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের নজরদারিও থাকবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলোর যানজটপ্রবণ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা ভূমিকা পালন করবেন।

ঈদের সময় সড়ক-মহাসড়কে অতিরিক্ত ভিড় ও যাত্রীদের চাপ এড়াতে পোশাক কারখানাগুলো এক দিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন