সিনেমায় সুযোগের প্রলোভনে অভিনেত্রীকে ধর্ষণ, পলাতক অভিনেতা

জিবিনিউজ 24 ডেস্ক//

সিনেমায় সুযোগের প্রলোভন দেখিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মালায়ালাম অভিনেতা ও পরিচালক বিজয় বাবুর বিরুদ্ধে। পুলিশের কাছে এমন অভিযোগের পর থেকেই পলাতক রয়েছেন বাবু ।

কেরালার এর্নাকুলাম থানায় বিজয়ের নামে অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৬ এবং ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বিজয়ের নামে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ইতোমধ্যেই বিজয়ের নামে লুক আউট নোটিশ জারি করেছে পুুলিশ। সূত্রের খবর, রাজ্যের বাইরেও অভিনেতার খোঁজ চালাচ্ছে কেরালার পুলিশ।

পুলিশের খাতায় নিঁখোজ থাকলেও মঙ্গলবার (২৬ এপ্রিল) ফেসবুক লাইভে এসে বিজয় বলেন, আমি এই দেশের আইনকে সম্মান জানাই, কিন্তু এখানে আমি ষড়যন্ত্রের শিকার। আমার নাম বদমান হচ্ছে তাই আমার মনে হয় অপর পক্ষের নামও সবার জানা উচিত।

এই অভিনেতা আরও বলেন, মিটু আন্দোলনের সুযোগ নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২১ সালের শেষ দিক থেকে ওই অভিনেত্রী তাকে মুঠোফোনে মেসেজ করা শুরু করেন। চলতি বছরের মার্চে ওই অভিনেত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

বিজয় জানান, প্রয়োজনে তিনি ৪০০টি মেসেজের স্ক্রিনশট প্রকাশ করতে রাজি আছেন। অভিনেত্রীর নামে পাল্টা মানহানির মামলা দায়ের করার কথাও জানান তিনি। যদিও এপ্রিল মাসে ঠিক কী ঘটেছে তা নিয়ে মুখ খোলেননি এই প্রযোজক-অভিনেতা।

পুলিশের সূত্র দিয়ে ভারতীয়সংবাদমাধ্যম জানায়, চলতি মাসেই বিজয়ের কুকীর্তির শিকার হন ওই অভিনেত্রী। ওই অভিনেত্রীর মেডিক্যাল টেস্টও করা হয়েছে।

এর আগে বিজয়ের নামে ধর্ষণের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী সান্দ্রা থমাস। ওই সময়ও বিজয় ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। যদিও পরে সেই মামলা তুলে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন