মৌলভীবাজার প্রতিনিধি ।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা নামক স্থানে আব্দুর রহমান নামক একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ।
জানা যায় গত ২৬ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত অনুমান ০১ঃ ৩০ মিনিটের সময় ঘটনাটি ঘটে।
গুরুতর আহত আব্দুর রহমান(৪৫), পিতাঃমৃত আঃ ছত্তার,সাং- কালেঙ্গা,রহিমপুর ইউ/পি,কমলগঞ্জ মৌলভীবাজার।
এ বিষয়ে আহত আব্দুর রহমান এর ভাই আব্দুর রহিম জানান, কালেঙ্গা গ্রামের আফজল মিয়ার ছেলে রিপন মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও বিরোধ ছিল,এই সূত্রতার জেড়ে ৫/৬ জন লোক আমাদের নিজ বাড়ির সামনে আমার ভাইয়ের দোকানে হামলা চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র সহ প্রাননাশের চেষ্টায় মারাত্নক যখম করে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়,এমনকি আমার ভাইয়ের দোকান থেকে নগদ অর্থ সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় আমার ভাইকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি নিজে বাদী হয়ে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে এসেছি। যাহা বর্তমানে কমলগঞ্জ থানার এস আই সুরুজ আলী নিকট তদন্তধীন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন