শ্রীলঙ্কার বিপদে মুখ ফিরিয়েছে চীন, অর্থ নিয়ে পাশে ভারত

জিবিনিউজ 24 ডেস্ক//

তীব্র অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিভিন্ন দাতা দেশের কাছে সহায়তা চাইছে শ্রীলঙ্কা। এই অবস্থায় তারা প্রথমেই দ্বারস্ত হয়েছিল ভারত ও চীনের। চীন শুরুতে সহায়তার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। এতে বিপদ আরও বেড়েছে দ্বীপ দেশটির। তবে এই সংকটে লঙ্কানদের পাশে দাঁড়িয়েছে ভারত।

কলম্বোর ১ বিলিয়ন ডলার সহায়তা চাওয়ার বিপরীতে তাদেরকে আপাতত ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ভারত।

 

মানবিক কারণ দেখিয়ে চীনের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও ১.৫ বিলিয়ন ডলার ক্রয়াদেশ চেয়েছিল শ্রীলঙ্কা। এরমধ্যে ৩১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা থাকলেও কথা রাখেনি চীন।

শ্রীলঙ্কা সরকার বলছে, সম্প্রতি শ্রীলঙ্কায় যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণে দেশটির অন্তত ৪ বিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন। তাহলেই দেশটি মুদ্রার অবমূল্যায়ন ঠেকিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।

এজন্যে তারা আইএমএফ, বিশ্বব্যাংক, চীন ও জাপানসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেছে। সম্প্রতি শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আল সাবরি ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর নন্দলাল ওয়েরাসিংয়ের নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ প্রধানের সঙ্গে দেখা করেছে দেশটির একটি প্রতিনিধিদল।

এসময় তারা শ্রীলঙ্কার বর্তমান অবস্থা থেকে মুক্তি ও অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের কৌশল নিয়ে আলোচনা করেন।

একটি সূত্র জানায়, ঋণ ও অন্যান্য বাবদ শ্রীলঙ্কাকে চলতি বছর ৭ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। এজন্যে লঙ্কান প্রশাসন আইএমএফের কাছে ৪ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে।

কোভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট সংকটে ৩৫.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ নিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কার সরকার। সম্প্রতি তারা নিজেদেরকে বৈদেশিক ঋণে আসন্ন খেলাপি হিসেবে দাবি করার পর থেকেই সহায়তা চেয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, চীন সহায়তা নিয়ে এগিয়ে আসলে শ্রীলঙ্কা সহজেই এই সংকট এড়াতে পারত। তবে চীন সেখানে কোনো ভূমিকা রাখতে এগিয়ে আসেনি।

এরইমধ্যে দেশটিতে ব্যাপক জনবিক্ষোভ সৃষ্টি হয়েছে। আন্দোলন থেকে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করা হচ্ছে। এছাড়া আন্দোলনকারীরা অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে। যদিও অন্তবর্তীকালীন সরকারের দাবি প্রত্যাখ্যান করে সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মাহিন্দা রাজাপাকসে ।

তবে খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের তীব্র সংকটে থাকা জনগণ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এ অবস্থা থেকে উত্তরণে দেশটির প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা। সেখানে মেগা প্রকল্পের ফাঁদে ঋণে জর্জরিত করা চীন পাশে দাঁড়ায়নি। তবে সহায়তা নিয়ে এসেছে ভারত।

শ্রীলঙ্কাকে শুধুমাত্র বিনিয়োগের কৌশলগত চারণভূমি হিসেবে বিবেচনা না করে দেশটির ২ কোটি মানুষের সংকটকে অনুভব করে তাদের প্রতি সহানুভূতি দেখানো এখন মানবিক কর্তব্য।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন