জিবিনিউজ 24 ডেস্ক//
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্যপদের আবেদন নিয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগদালিয়েনা আন্দেসন। বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান আন্দেসন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ সুইডেন ও ফিনল্যান্ডকে ‘সামরিকভাবে নিরপেক্ষ থাকাই জাতীয় স্বার্থের জন্য সবচেয়ে ভালো’ দীর্ঘদিনের এমন বিশ্বাস যাচাই-বাছাইয়ে বাধ্য করেছে।
উভয় দেশই আগামী কয়েক সপ্তাহের মধ্যে নেটো সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে। এ সদস্যপদের আবেদন নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাবকে ‘বাজে চিন্তা’বলছেন আন্দেসন।
তিনি বলেন, এই ইস্যু গণভোটের জন্য উপযুক্ত বলে মনে করি না আমি। জাতীয় নিরাপত্তার অনেক তথ্য আছে যা গোপনীয়, এ ধরনের গণভোটের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকে যেগুলো নিয়ে আলোচনা করা যাবে না এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনার টেবিলে তোলাও যাবে না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন