জিবিনিউজ 24 ডেস্ক//
কিংবদন্তি সংগীত শিল্পী মাহফুজ আনাম জেমস দীর্ঘ ১২ বছর ধরে কোনো মৌলিক গান করেননি। এবারের ঈদের চাঁদরাতে আসছে তার নতুন গান। গানটির শিরোনাম 'আই লাভ ইউ'।
শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলশান ক্লাবে সাংবাদিকদের সঙ্গে নতুন গান নিয়ে কথা বলেন তিনি।
জেমস বলেন, আপনারা আমার মনের মানুষ, প্রাণের মানুষ, আমার গানের টানে, আমার নিমন্ত্রণে, এককথায় বলতে গেলে আমার সঙ্গে আপানাদের আজন্ম ভালবাসার টানে এখানে এসেছেন। আমি কতৃজ্ঞতা জানাই। বিনম্র শ্রদ্ধা আমার বয়োজৈষ্ঠদের প্রতি। যেকোন ক্ষেত্রেই আনুষ্ঠানিকতা আমার খুব একটা পছন্দ নয়।
এ রকস্টার বলেন, আমি সাধারণভাবেই সবার সাথে মেলামেশা করতে পছন্দ করি। গল্পে আড্ডায় মেতে থাকি। তবুও দেখা সাক্ষাতের একটা উপলক্ষ্য থাকে। এবার তেমনই একটা উপলক্ষ্য। ঈদের চাঁদরাতে আমার নতুন গান রিলিজ হতে যাচ্ছে। গানটি প্রযোজনা করেছে বসুন্ধরা ডিজিটাল। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে গানটি তৈরিতে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য। আমি উত্তর উত্তর তাদের সমৃদ্ধি কামনা করি।
তিনি আরও বলেন, বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্নতর। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পজিশন করেছি। এর বিষয় বৈচিত্রে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সংগে ভক্তদের বয়ে চলা, অপরিসীম ভালবাসার সম্পর্ক। গানটি ভক্তদের উৎসর্গ করলাম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন