রোটার‍্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি এর উদ্দোগ্যে বৃক্ষরোপন কর্মসূচি

gbn

বিশেষ প্রতিনিধিঃ
রোটার‍্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি এর উদ্দোগ্যে বৃক্ষরোপন কর্মসূচি- ২০ সফলভাবে সম্পন্ন। 
গত ২৭শে সেপ্টেম্বর রোজ শনিবার,সকাল ১১:০০ঘটিকায় রাজনগর আইডিয়াল স্কুলে রোটার‍্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট  সিটি এর উদ্যোগে রো:কাওসার মাহমুদের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট রো:রেদওয়ান ইসলাম ও প্রোগ্রাম চেয়ারম্যান গৌরমণি দেব এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং রোটার‍্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটি এর সভাপতি রো:মামুন বখস, উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি এর ভাইস প্রেসিডেন্ট রো:শেখ রেহান উদ্দীন জুবেল, ভাইস প্রেসিডেন্ট রো:নকুল দাশ।
ক্লাবের সচিব রো:আব্দুল আজিজ,এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য তাওকির আহমেদ,নাহিদ আহমেদ, সুমন, সাদেক,মনিরুল,রবিন,নেওয়াজ সহ প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন