বিশেষ প্রতিনিধিঃ
রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি এর উদ্দোগ্যে বৃক্ষরোপন কর্মসূচি- ২০ সফলভাবে সম্পন্ন।
গত ২৭শে সেপ্টেম্বর রোজ শনিবার,সকাল ১১:০০ঘটিকায় রাজনগর আইডিয়াল স্কুলে রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি এর উদ্যোগে রো:কাওসার মাহমুদের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট রো:রেদওয়ান ইসলাম ও প্রোগ্রাম চেয়ারম্যান গৌরমণি দেব এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটি এর সভাপতি রো:মামুন বখস, উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি এর ভাইস প্রেসিডেন্ট রো:শেখ রেহান উদ্দীন জুবেল, ভাইস প্রেসিডেন্ট রো:নকুল দাশ।
ক্লাবের সচিব রো:আব্দুল আজিজ,এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য তাওকির আহমেদ,নাহিদ আহমেদ, সুমন, সাদেক,মনিরুল,রবিন,নেওয়াজ সহ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন