আসসালামু আলাইকুম!
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশি এবং সারা বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।
পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর আপনাদের সকলের জন্য বয়ে আনুক অপার আনন্দ, সহমর্মিতা ও মহামিলনের বার্তা।
গত দুবছর করোনা মহামারির কারণে আমরা কেউই পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি। আমি আশা করছি, এবছর আমাদের সকল প্রবাসি ভাই-বোনেরা পরিবার-পরিজন নিয়ে বিশেষভাবে ঈদের আনন্দ উপযাপন করবেন।
গত দুবছর এবং এবছরের প্রথমার্ধে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, আমাদের প্রিয় বাংলাদেশের সুবর্ণ জয়ন্তি এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব মহতী আয়োজনে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন। এই আন্তরিক সহযোগিতা ও স্বত:স্ফুর্ত উপস্থিতির জন্য আপনাদের সবাইকে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
প্রিয় প্রবাসি ভাই ও বোনেরা!
আপনারা যে যেখানেই থাকুন না কেন বাংলাদেশ হাই কমিশন, লন্ডন সব সময় আপনাদের পাশে আপনাদেরই সেবায় নিয়োজিত রয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন গত দুমাসে বিপুল সংখ্যক এনভিআর ইস্যু করেছে যাতে প্রবাসি ভাই-বোনেরা বাংলাদেশে গিয়ে তাদের আত্বীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
ঈদের ছুটির সময়ও জরুরি সেবার প্রয়োজন হলে আমাদের ফেইসবুক, ২৪/৭ হেল্পলাইন ও আমাদের ওয়েবসাইটে দেয়া ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব সময় আপনাদের পাশেই আছি। হাই কমিশন সকল প্রয়োজনীয় সহায়তা এবং পরিষেবা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে।
আপনাদের সবাইকে আবারো জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন