এ পর্যন্ত ২৩ হাজার রুশ সেনা নিহত, আরো মরবে: জেলেনস্কি

জিবিনিউজ 24 ডেস্ক//

ইউক্রেনের আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন এবং সামনের সপ্তাহগুলোতে আরো মারা যাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। খবর আলজাজিরার।

 

ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে ২৩ হাজারের বেশি সেনা হারিয়েছে। এ আগ্রাসনকে তিনি ‘অর্থহীন যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন।

ভিডিওতে দাবি করে তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে। ধ্বংস করেছে অন্তত দুইশ’র মতো যুদ্ধবিমান। এ ছাড়া দুই হাজার পাঁচশ’র মতো সামরিক যান হারিয়েছে মস্কো।

জেলেনস্কি আরো বলেন, সামনের সপ্তাহগুলোতে আরও হাজার হাজার রুশ সেনা নিহত ও আহত হবেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এরপরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন