জিবিনিউজ 24 ডেস্ক//
দীর্ঘ একযুগ পর নগরবাউল খ্যাত জেমস ফিরেছেন গানে। সোমবার (০২ মে) চাঁদরাতে প্রকাশ হলো তার কণ্ঠের নতুন গান। ‘আই লাভ ইউ’ শিরোনামের এই গানটির সুর জেমসেরই করা। কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার।
বসুন্ধরা গুঁড়া মসলা নিবেদিত এই গানটির মিউজিক পরিচালনা করেছেন জেমস। সাড়ে ৪ মিনিটের গানটি প্রকাশের পর থেকেই জেমসের ভক্ত-শ্রোতা থেকে শুরু করে সঙ্গীত অনুরাগীরা হুমড়ি খেয়ে পড়েছেন।
নতুন এই গানের ভিডিওচিত্রে জেমস নিজেও অংশ নিয়েছেন। ট্রেলারে গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে ‘গুরু’ খ্যাত উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পীকে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন