জিবিনিউজ 24 ডেস্ক//
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গত বছরের নভেম্বর থেকে আমেরিকায় রয়েছেন। নিউইয়র্কে ঈদ উদযাপন করলেও ভোলেননি ভক্তদের। সেখান থেকে ছবি-ভিডিওর মাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ সুপারস্টার
মঙ্গলবার (৩ মে) ঈদের দিন নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন শাকিব। সেখানে তাকে সাদা ট্রাউজার ও হুডি পরিহিত অবস্থায় দেখা গেছে। একটি অপূর্ব চেরি ফুল গাছের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে শাকিব লিখেছেন, ঈদ মোবারক। আল্লাহ আজ এবং প্রতিদিন আপনার ও আপনার পরিবারের প্রতি সদয় হোন। আপনাদের সবাইকে ভালোবাসি।
বাংলাদেশে ঈদ মানেই শাকিব খানের নতুন সিনেমা। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিদ্রোহী’ দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর খোরশেদ আলম খসরু প্রযোজিত ও সরকারি অনুদানপ্রাপ্ত ‘গলুই’ চলছে ২৮টি সিনেমা হলে। দুটি সিনেমাই ভক্তদের দেখার আহ্বান জানিয়েছেন শাকিব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন