জিবিনিউজ 24 ডেস্ক//
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২ মে) কাতারভিত্তিক আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর) বলেছে, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে চালানো রাশিয়ান সামরিক অভিযানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সংস্থাটি জানায়, নিহত ৩১৫৩ জনের মধ্যে বেশিরভাগই ব্যাপক বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের ফলে প্রাণ হারান। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় এসব প্রাণহানি হয়। যুদ্ধ সংশ্লিষ্টদের দায়িত্বের অবহেলার কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে সংস্থাটি মন্তব্য করে।
তথ্য পেতে অসুবিধা এবং তথ্য সংগ্রহের কাজ এখনো চলছে উল্লেখ করে সংস্থাটি আরো জানায়, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন