জিবিনিউজ 24 ডেস্ক//
ঈদ আসলেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে টেলিভিশন চ্যানেলগুলোর নাটক-টেলিফিল্ম। চ্যানেলগুলোও নতুন আয়োজনে সাজায় ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম চ্যানেলে প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: নয়নতারা। রচনা: ইসরাত আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, শবনম ফারিয়া, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, আমান, মুনতাহা প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক: হোয়াট ইজ লাভ। রচনা: গোলাম রাব্বানী। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: রুনু ভাই ২। রচনা: শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ: কুরুলুস উসমান গাজী। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: আমি তুমি আর একটি শবদেহ। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: অ্যালগরিদম। রচনা ও পরিচালনা: ফরহাদ আহমেদ। অভিনয়ে: তাহসান খান, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ব্যাচেলর বাড়িওয়ালা। অভিনয়ে: জাহিদ হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: পাঙ্কু আবুল। রচনা: রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা: সাইদুর রহমান রাসেল। অভিনয়ে: মীর সাব্বির, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ঘুনপোকার গল্প। রচনা: জহির করিম। পরিচালনা: অমিতাভ রানা, সুব্রত মিত্র। অভিনয়ে: ইন্তেখাব দিনার, ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: পিকচারম্যান। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: নিয়াজ মাহবুব। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শাহনাজ খুশি প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: ২/২ লাভ। রচনা: রুম্মান রশীদ খান। পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: কুল পান্ডাস। রচনা: নির্জন মমিন। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: চাষী আলম, আনন্দ খালেদ, সুমন পাটোয়ারি, ফারিয়া শাহরিন প্রমুখ।
চ্যানেল আই
সকাল ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: শুরুটা সুন্দর। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: চম্পা হাউজ। গল্প: নাজিমুদৌলা। চিত্রনাট্য ও পরিচালনা: ভিকি জাহেদ। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: সৈয়দপুরের সৈয়দ সাহেব। রচনা: ফরিদুর রেজা সাগর। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়ে: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রশ্রয়। রচনা: রুম্মান রশীদ খান। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, জোভান আহমেদ প্রমুখ।
এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে বিশেষ নাটক: স্পাই লাভ। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: অপূর্ব, সাবিলা নূর। সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক: সুইট কাপল। পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক ফারহান, কেয়া পায়েল। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: বিষ নিঃশ্বাস। পরিচালনা: তামিম রহমান অংশু। অভিনয়ে: তাহসান খান, বিদ্যা সিনহা মিম। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: মিশন ফেইল। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: ওসমান মিরাজ। অভিনয়ে: জোভান, কেয়া পায়েল। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: দ্যা বস। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে: জোভান, তানজিন তিশা
দীপ্ত টিভি
দুপুর ১টায় প্রচার হবে একক নাটক: প্রায়শ্চিত্ত। পরিচালনা: ভিকি জাহিদ। অভিনয়ে: আফরান নিশো, সামিয়া অথৈ, ফারুক আহমেদ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: জননী জন্মভূমি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: আড্ডাবাজ। পরিচালনা: শামস করিম। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: বাহার। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: তুমি আমাকে ভাইরাল করে দাও। পরিচালনা: আবদুল্লাহ আকাশ। অভিনয়ে: জাহিদ হাসান, নাবিলা ইসলাম। রাত ১১টায় প্রচার হবে শর্টফিল্ম: বস। পরিচালনা: রিয়াদ তালুকদার। অভিনয়ে: সাবিলা নূর। রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: আক্ষেপ। পরিচালনা: এস কে অমিত। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, অনিন্দিতা মিমি। রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: অথবা গল্পটা প্রেমের। পরিচালনা: রেজওয়াদুদ মাহিন। অভিনয়ে: সামন্তী সৌমি, আকিল আখতাব রেজোয়ান।
চ্যানেল নাইন
বিকাল ৫টায় প্রচার হবে একক নাটক: ঘাড়ত্যারা প্রেমিক। পরিচালনা: আনিসুর রহমান রাজীব। অভিনয়ে: অর্নব, মুনমুন প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: নায়িকার মা এখন নায়িকা। পরিচালনা: সজীব চিশতী। অভিনয়ে: হাসান জাহাঙ্গীর, মুকিত জাকারিয়া, জ্যোতিকা জ্যোতি, সিয়াম নাসির, সেতু প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বেসিকে দুর্বল রসিক লাল। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: মীর সাব্বির, ফারুখ আহমেদ, হুসাইন নীরব প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচার হবে একক নাটক: প্রায়শ্চিত্ত। পরিচালনা: ভিকি জাহিদ: অভিনয়ে: আরফান নিশো, সামিয়া অথৈ ,ফারুখ আহমেদ প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: ফিফটি ফিফটি লাভ। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল। রাত সাড়ে ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ঝড়ে বক পড়ে। পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: জোনায়েদ, প্রিয়াংকা প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক নাটক: ইন্সুরেন্স মতিন। পরিচালনা: সেতু আরিফ। অভিনয়ে: মিশু সাব্বির, ইভানা প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন