জিবিনিউজ 24 ডেস্ক//
আরেক দফা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৫ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত পরিশোধিত তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৮ টাকা। আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটারে ১৬০ টাকা; এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়।
খোলা অবস্থায় প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে হত ১৪৩ টাকায়। নতুন দাম নির্ধারণের পর তা কিনতে হবে ১৮০ টাকায়।
বোতলজাত পরিশোধিত সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার কিনতে হত ৭৬০ টাকায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। খোলা অবস্থায় প্রতি লিটার পরিশোধিত পাম তেল কিনতে হবে ১৭২ টাকায়, আগে যা কিনতে হত ১৭২ টাকায়
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন