জিবিনিউজ 24 ডেস্ক//
ভোজ্যতেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর পরও সংকট কাটেনি। বাজারের বেশিরভাগ দোকানেই এখনও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। দু-একটি দোকানে ৫ লিটারের বোতলজাত তেল পাওয়া গেলেও ইচ্ছেমতো দাম হাঁকছেন বিক্রেতারা। সরবরাহ বাড়লে দু’এক দিনের মধ্যেই নতুন দামে তেল বিক্রি হবে বলে জানান তারা।
শুক্রবার (৬ মে) রাজধানীর গুলশান, বাড্ডা, রামপুরা ও শান্তিনগর এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।
কিছু দোকানে ৫ লিটার তেল আছে, কিন্তু ইচ্ছে মতো দাম রেখে বিক্রি করছেন দোকানিরা। যার থেকে যা নিতে পারে নিচ্ছে, ৮০০- ৮৫০ কিংবা ৯০০ টাকা নিচ্ছে। রোববার তেল দেবে বলে কোম্পানিগুলো জানিয়েছে।
গত বছরের একই সময়ে দেশে এক লিটার বোতলজাত সয়াবিন তেল কেনা যেত ১৩৬ টাকায়। চলতি বছর ফেব্রুয়ারিতে দাম হয় ১৬৮ টাকা লিটার। মার্চে ৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ হয় ১৬০ টাকা। বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। বোতলজাত সয়াবিন তেল লিটার ১৯৮ টাকা আর খোলা তেল ১৮০ টাকা নির্ধারণ হয়। লাগামহীন দামে তেল কিনতে এখন শুধু নিম্নবিত্তই নয় হতাশ সবাই।
দাম বাড়ার পরও তেল বিক্রি করছেন না কেন এমন প্রশ্ন ছিল বিক্রেতাদের কাছে। জবাবে তাদের সেই পুরানো অজুহাত, এখনও মিল থেকে ঠিকমত সরবরাহ পাচ্ছেন না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন