জিবি নিউজ ।।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে তৃতীয় বার নির্বাহী মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান।
তিনি ৭৩১৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দী জন বিগসকে হারিয়ে। তাঁর দল ‘এ্যাস্পায়ার’। ২০১৮ সালের ২৬ জানুয়ারি এটি গঠিত হয়েছিল।
যুক্তরাজ্য জুড়ে কাউন্সিলগুলোতে নির্বাচনী আমেজ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র? ফলাফল জানতে অধীর আগ্রহ ছিল চৌদিকে।
লুৎফুর রহমান পেয়েছেন ৪০,৮০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭।
২০১৪ সালের নির্বাচনে দ্বিতীয়বার বিজয়ী হয়েছিলেন লুৎফুর রহমান ৩৭ হাজার ৩৯৫ ভোট পেয়ে।
উল্লেখ্য, আগে লুৎফুর রহমান ছিলেন লেবার দলের কাউন্সিলার। লেবার দলের টাওয়ার হ্যামলেটসের লিডার থাকাকালীন নির্বাহী মেয়র নিয়ে গণভোটে লেবার দলের সিদ্ধান্তের বাইরে গেলে লেবার পার্টির সাথে তাঁর দ্বন্ধের কারণে দল থেকে সরে যেতে হয়। ‘লেবার দলে বঞ্চিত হয়েছেন’– কমিউনিটির এরকম একটা স্পিরিট ছিল তাঁকে নিয়ে তখন। তাই তিনি ১০ হাজারেরও অধিক ভোটে টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছিলেন।
২০১০ সালে প্রথম তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে নির্বাহী মেয়র হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর বিভিন্ন অভিযোগে তিনি বরখাস্ত হয়েছিলেন এবং কোর্টের নির্দেশনায়ই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার ক্ষমতাও হারিয়েছিলেন। পরবর্তীতে লুৎফুর রহমানের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ খন্ডন হওয়ায় এবং কোর্ট নির্দেশনা শেষ হওয়ার পর তিনি এবার আবারও প্রতিদ্বন্ধিতায় নেমে বড় ব্যবধানে জয় পেলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন