জিবিনিউজ 24 ডেস্ক//
রাশিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসা ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলোতে বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুশীলন ও শিক্ষামূলক এই কার্যক্রমের পুরো অর্থ দেবে রাশিয়া। রবিবার ঢাকায় রাশিয়া দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাস আরো জানায়, বাংলাদেশি বিশেষজ্ঞদের ন্যূনতম খরচে রাশিয়ায় বসবাসের সুবিধা দেওয়ার পাশাপাশি ভাষাগত সহায়তার বিষয়গুলোও কার্যকর করা হচ্ছে।
রাশিয়া দূতাবাস আগ্রহী বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের ভিত্তি নির্ধারণ করতে, প্রশিক্ষণের ক্ষেত্র (বিশেষত্ব) এবং প্রয়োজনীয় দক্ষতার তালিকাসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। আগ্রহীরা ঢাকায় রাশিয়া দূতাবাসের অফিশিয়াল ই-মেইলে ([email protected]) তথ্য পাঠাতে পারবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন