জিবিনিউজ 24 ডেস্ক//
কয়েকটি টেলিভিশনে ঈদের চতুর্থ দিন প্রচারিত হয়েছে সাদা প্রাইভেট টেলিফিল্ম। ২০১৯ সালের বইমেলায় প্রকাশিত ইশতিয়াক আহমেদের উপন্যাস সাদা প্রাইভেট অবলম্বনে টেলিফিল্মটি নির্মাণ করেছে বঙ্গ। প্রচারের পর থেকে বেশ আলোচনায় রয়েছে সাদা প্রাইভেট। প্রশংসিত হচ্ছে দর্শকমহলে।
মধ্যবিত্ত জীবনে একটি গাড়ি নিয়ে বজলুর রহমানের স্বপ্ন, এবং সেই স্বপ্নকে পাওয়ার আকাঙ্ক্ষা ক্ষণে ক্ষণে সেইসব নিয়ে চিন্তা— সব কিছুই দর্শককে আটকে রেখেছিল টেলিভিশনের পর্দায়।
এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ড্রাইভার সেলিমের চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ।
সাদা প্রাইভেট টেলিফিল্মটি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শক। তাদের মধ্যে একজন এবিএম ফখরুল আলম রুবেল। নাটকের একটি দৃশ্যের ছবি ফেসবুকে শেয়ার করে ইশতিয়াক আহমেদের উদ্দেশ্যে লিখেছেন, ‘সাদা প্রাইভেট দেখে ভালো লেগেছে। মধ্যবিত্তের ছোট ছোট গল্পগুলো উঠে আসুক এভাবেই, আপনার দৃশ্যকল্পে। ’
হৃদয় সাহা নামের একজন লিখেছেন, ‘তারিক আনাম খানের একটা নিজের গাড়ির জন্য যে আকুতি, সেটা হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দেয়, চোখ অশ্রুসজল হয়। পলাশ, ফারহানা মিঠুদের চোখের জলের অংশীদার আপনিও হবেন। ’
লামিসা তামান্না নামের একজন মন্তব্য করেছেন, ‘বইটি পড়েছিলাম। শেষটা কেমন হৃদয় ছুঁয়ে গেলো। খুব সামান্য চাওয়াগুলো মাঝে মাঝে জীবনে বিরাট অনুভূতির ক্ষেত্র তৈরি করে। সত্যিই জীবনটা আনপ্রেডিক্টেবল। ’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন