জিবি নিউজ ।।
আবারোও ব্রিটেনে চমক দেখালেন বাঙ্গালী নারী। ব্রিটেনের কাউন্সিল নির্বাচনে লন্ডনের বার্মিংহামের আষ্টন থেকে এই প্রথম বার ব্রিটিশ বাংলাদেশী মহিলা কাউন্সিলার হিসাবে নির্বাচিত হয়েছেন মমতাজ হোসেন। এ নির্বাচনে তিনি লিবারেল ডেমোক্রেট থেকে প্রার্থী হয়ে অংশ গ্রহন করেন। গত ৫ মে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত। ভোগ গ্রহণ শেষে ২৫৪২টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। নব- নির্বাচিত মহিলা কাউন্সিলারের পৈতৃক বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর জালালপাড়া গ্রামের লন্ডন প্রবাসী মরহুম ছোরাব আলীর বড় কন্যা। মমতাজের এ বিজয়ের খবরে দেশ- বিদেশে অবস্থারত মা, ভাই, বোন ও আত্মীয় স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। এ ব্যাপারে নব- নির্বাচিত মমতাজ হোসাইন বার্মিংহামে অবস্থানরত সকল বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এবং তিনি দেশ- বিদেশের সকলের কাছে দোয়া কামনা করছেন। মমতাজ হোসেনের এ বিজয়ে দেশ বিদেশে চলছে নানান ধরনের আনন্দ উল্লাস।
এতে আষ্ঠনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বাংলাদেশে অবস্থানরত মমতাজ হোসেনের চাচা ভাই সিলেটের ওসমানী নগর জাতীয় পাঠির সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন ও মামাতো ভাই জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন