জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেটের এমসি কলেজ হোস্টেলে গৃহবধুকে ও খাগড়াছড়িতে আদিবাসী তরুণীকে সংগঠিত ধর্ষণ এবং সাভারের স্কুলছাত্রী নীলা হত্যার বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌমোহনা এলাকায় প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন নেতা ফাহিম আহমদ, আব্দুর রাইয়ান শিপু ও ছাত্র ফ্রন্ট নেতা সুদিপ্ত চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে খুন ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। অন্যতায় এই প্রবণতা বন্ধ করা যাবেনা।
প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন প্রতিবাদকারীরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন