জিবিনিউজ 24 ডেস্ক//
ইরাকের সুলাইমানিয়াহ শহরে চলমান এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ নারী দলগত ইভেন্টে অল্পের জন্য সোনা জেতা হলো না দিয়া সিদ্দিকী-বিউটি রায়দের।
বুধবার (১১ মে) ফাইনালের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শেষ পর্যন্ত ভারতের কাছে ৫-৪ সেট পয়েন্টে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
গত ১৪-১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে এই ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে সোনা জেতে বাংলাদেশ। সেবারও টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এবার যেন সেই হারের প্রতিশোধ নিলো ভারতীয় আর্চাররা।
আজ প্রথম সেটে ৫৩-৫২ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেটে বাংলাদেশের মেয়েরা পেয়েছে ৫০ পয়েন্ট, ভারত ৫৪ পয়েন্ট পেয়ে সমতা ফেরায়। এরপর তৃতীয় সেটও ভারত জিতে নেয় ৫৫-৫১ পয়েন্টে।
কিন্তু চতুর্থ সেটটি ৫১-৪৭ পয়েন্টে জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে সোনার হাসি হাসতে পারেনি বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন