জিবিনিউজ 24 ডেস্ক//
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১২ মে)। বুধবার (১১ মে) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
এর আগে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর জন্য চার লাখ ৫৬ হাজার ৫৩০ টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিরা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।
পরে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আজকে সরকারি ব্যবস্থাপনার দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজ হাব নির্দিষ্ট করে থাকে। এ প্যাকেজটি আগামীকাল ঘোষণা করা হবে।
তিনি বলেন, এ প্যাকেজের জন্য আজকে শুধুমাত্র একটি বেসিক ব্যবস্থাপনা হয়েছে। আজকে নির্বাহী কমিটিতে এটি অনুমোদিত হয়েছে যে, বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ হাব ঘোষণা করবে এবং সেটা আগামীকাল শিডিউল করেছি হাবের কার্যালয়ে সকাল ১১টায়।
তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের বেশিরভাগ হজযাত্রী হজে যান। এ বছর যাবেন ৫৩ হাজার ৫৮৫ জন। তারা কোন প্যাকেজে যাবেন, তাদের কী সেবা করা হবে এবং দাম কেমন হবে, তা আমরা আগামীকাল জানাবো। তার আগে আমরা সৌদি অংশের খরচের হিসাবটি জানার চেষ্টা করবো।
হাব সভাপতি বলেন, আজকে যে প্যাকেজ হয়েছে, সেই প্যাকেজ সৌদি অংশের পূর্ণাঙ্গ খরচের হিসাব পেয়ে ঘোষণা করা হয়নি। পূর্ণাঙ্গ খরচের জন্য আমরা অপেক্ষা করছি। যদি আমরা সৌদি অংশের পূর্ণাঙ্গ খরচ পাই, তাহলে আগামীকাল পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণা করতে পারবো। না হলে যে প্যাকেজ প্রস্তাব করা হয়েছে, সেখানে উল্লেখ রাখা হয়েছে, যদি কোনো ব্যয় বৃদ্ধি পায় তাহলে হজযাত্রীর ব্যয়ের টাকা দেবেন। এভাবে আমরা আজকে এ প্যাকেজটি করেছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন