রোকসানা আক্তার ||
সবুজের সমারোহে সুসজ্জিত সৌন্দর্যে
বিমোহিত না হয়ে পারেনা কেউ।
মনের যত কষ্ট, অশান্তি থাকুক
এ সৌন্দর্য সব ভুলিয়ে দেয়।
অজানা এক ভাললাগা দোলা দেয় মনে
উদাসীন প্রেমিকেরা ফিরে আসে বারবার
এর হাহাকার করা রূপের টানে।
এ কন্যার যত্নে ঘুম হারাম করে
কতশত আরামপ্রিয় মানুষ
ভালবেসে,যত্নে রাখার কত আপ্রাণ চেষ্টা!
যেন নিজের অস্তিত্বকে খুঁজে পায় এখানে।
কোথাওবা পাহাড়ের বুক ঘেঁষে
নেমে আসে তার জমানো অজস্র অশ্রু
এ অশ্রুতেও যে রূপের মাধুরী মেশানো
নির্বাক তাকিয়ে দেখার মতো সৌন্দর্য।
অশ্রু জমানো পাহাড়ের কোথাও আবার
জন্ম হয় নতুন অশ্রুধারা,
দূর্গম পথ, তবুও এর সৌন্দর্য উপভোগ
না করে থাকা যে বড়ই কষ্টের।
কখনও দেখা যায় পাহাড়গুলো
ঘিরে রেখেছে এক স্বচ্ছ জলের হ্রদ
প্রকৃতির আপন সৃষ্টি এ রূপের
কোন তুলনাই যে হয়না।
ভাল থাকুক চা কন্যার দেশ
থাকুক অক্ষত, অম্লান
রূপের মোহে জরিয়ে রাখুক
কোটি মানুষের প্রাণ।
ছবি- রনজিত জনি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন