জিবি টিভি অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

জিবি নিউজ ।।

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ভার্চুয়াল আলোচনার মাধ্যমে জিবি টিভি অনলাইনে পালন করা হয়েছে ।

দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

টুঙ্গিপাড়াতেই কেটেছে শেখ হাসিনার শৈশব-কৈশোর। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা, শেখ রাসেলসহ তারা পাঁচ ভাইবোন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেছাসহ পরিবারের সবাই ঘাতকদের বুলেটে নিহত হন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জিবি টিভি অনলাইন বিশেষ অনুষ্ঠান আয়োজন করে,যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য আওামীলীগের নেতা জামাল খানের পরিচালনায় ভার্চুয়াল আলোচনা করা হয় ।

প্রথমে বাংলাদেশের বিশিষ্ট লেখক আব্দুল গফ্ফার চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানান ।

জিবি টিভি অনলাইনের ভার্চুয়াল আলোচনায় আরও অংশগ্রহন করেন,ফিন্ডলেন্ড থেকে ড. মুজিবুর দপ্তরী ,গৌরী চৌধুরী,ইন্জিনিয়ার হারুনুর রশীদ,শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও সাংবাদিক সৈয়দ সাদেক,সেলিম আহমেদ,শাহাদাত জয়,মঈন কৌদারী,হুসনা মতি,জালাল উদ্দিন,শাহ ফারুকী আহমেদ,আব্দুল আহাদ চৌধুরী,এম.এ সারাব,আনসার,সাজিয়া,নাজনা হুসাইন,শাহীন নাহার,সুলতান মাহমুদ শরীফ,শাহনাজ সুমি,সেলিম আহমদ খান প্রমুখ ।

একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান গোটা বিশ্বেই স্বীকৃত। শান্তি, গণতন্ত্র, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন, স্বাস্থ্য ও শিশুমৃত্যুর হার হ্রাস, তথ্য-প্রযুক্তির উন্নয়ন, জাতিতে জাতিতে সৌহার্দ্য-সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য অসংখ্য মর্যাদাপূর্ণ পদক, পুরস্কার আর স্বীকৃতিতে ভূষিত হয়েছেন।

ডিজিটাল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী নেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। এর পর থেকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন। এরপর ১৯৯৬ সালে প্রথম ও ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

ভার্চুয়াল আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয় ।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন