জিবিনিউজ 24 ডেস্ক//
ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফিনল্যান্ড-সুইডেন বড় ভুল করেছে বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার ( ১৬ মে) সংবাদ সম্মেলনে এ দাবি করেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সের্গেই রিয়াবকভ বলেন, এটি আরেকটি গুরুতর ভুল। এতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে। এই পদক্ষেপের ফলে দুই দেশের নিরাপত্তা জোরদার হবে না। মস্কো এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ফিনল্যান্ড ও সুইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে ন্যাটোতে যোগদানের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।
এর আগে ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছিলো মস্কো। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন