নিজস্ব প্রতিবেদক|| জিবিনিউজ২৪ ||
ইউকে ও ইউরোপে বসবাসরত এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের নিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ঈদ আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ১৫ ই মে রোজ রবিবার সন্ধা ৬:০০ ঘটিকায় লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ঈদ আড্ডা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এইসময় লন্ডনে বসবাসরত বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৯৮৬ ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে এসে হাসি আনন্দ ও স্মৃতি চারণ করে এক সুন্দর সময় পার করেন।
এই আড্ডার হাসি আনন্দের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সিগ্ধান্ত গ্রহন করা হয় যে আগামী ২৮ আগস্ট লন্ডনে এক বন্ধু মেলার আয়োজন করার সিগ্ধান্ত গৃহিত হয়। উক্ত বন্ধু মেলায় ইউকে ও ইউরোপে বসবাসরত প্রায় ৪০০ শত বন্ধুদের উপস্থিতি আসা করছেন মেলার উদ্যোক্তারা।
উক্ত অনুষ্ঠানটি আহবায়ক নোমান রুহিত ও যুগ্ম আহবায়ক নাশিত রহমান ও সদস্য সচিব মোঃ এনামুল করিম এর পরিচালনায় উপস্থিত ছিলেন রাকিব হুসেন রুহেল,এহসান সিদ্দিকি,হেলেন ইসলাম,তাহমিনা আমের,আবুল কাসেম,মোস্তাফিজুর রহমান খাঁন,সাজ্জাদ মিয়া,নাছিমা খাতুন,এহসান হাবিব,সাবিনা চৌধুরী,মহসিন মোহাম্মদ,মোঃ আসিকুর রহমান,আনহার আলী,সৈয়দ শাহরিয়ার আহমদ শাহী,নাসির উদ্দিন,রফিক আহমদ,আব্দুর রহমান,জাকিরুল হক সিদ্দিকি,মোঃ ইসহাক আলী খান,সারওয়ার ইসলাম,বুলবুল ইসলাম,সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন