ধর্ষকদের গ্রেফতারের দাবীতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

জিবি নিউজ।।  

শতবর্ষের ঐতিহ্যের স্মারক সিলেট বিভাগের শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বোঁধে স্ত্রীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধীকে ধর্ষনকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। 

২৮/০৯/২০২০ খ্রিঃ সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার জেলা ছাত্রদল। উক্ত বিক্ষোভ মিছিল শমশেরনগর রোডস্থ মৌলভী ফার্নিচার এর সম্মুখ হইতে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জুলিয়া শপিং সিটি এর  সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদল নেতা রিপন মিয়া, মামুন পারভেজ ও আবিদুর রহমান প্রমুখ। এ সময় জেলা ছাত্রদল সভাপতি রুবেল বলেন, অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন