সাপাহারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর সাপাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা আজকে সমাপ্তি ঘটে আর অনুষ্ঠিত খেলায় বিজয়ী হিসেবে পুরস্কৃত হয়েছেন পাতাড়ী ইউনিয়ন চাম্পিয়ন, রানার্সআপ শিরন্টি ইউনিয়ন। ২০ মে শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত উপজেলা প্রশাসন আয়োজিত সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশ বানাম পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ মধ্যকার শেষদিনের ফাইনাল খেলায় ১-০ গোলে পাতাড়ী ইউনিয়ন বিজয়ী হয়। বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ। এসময় পাতাড়ী ও শিরন্টি ইউপি চেয়ারম্যান, সচিব, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও খেলা প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন