এবার হিন্দি সিনেমায় সিয়াম

জিবিনিউজ 24 ডেস্ক//

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে দেখা যাবে ভারতীয় হিন্দি সিনেমায়। বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার নাম ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)। এটি পরিচালনা করছেন মার্কিন-ভারতীয় নির্মাতা অলকা রঘুরাম। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ।

সিয়াম বলেন, এটা আমার জন্য অন্যরকম একটি বড় সুযোগ। চার মাস আগে আমি অডিশন দিয়েছিলাম; গত তিনমাস ধরে সিনেমটির জন্য ওয়ার্কআউট করছি। চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। আর কিছু বলার অনুমতি নেই।

 

তিনি আরও বলেন, ভালোলাগা তো অবশ্যই আছে। এখন সিনমাটির চরিত্রটি নিয়ে আমি বেশি ভাবছি। কিভাবে আমার চরিত্রটি আমি উতরে যাবো সেটা নিয়েই বেশি উত্তেজনা কাজ করছে।

কলকাতার খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে এগিয়ে যাবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এ সিনেমায় ১৭ বছর বয়সী শামা নামের ওই বক্সাকে ঘিরে বিভিন্ন কাহিনী উঠে আসবে, যিনি তার এক আত্মীয়কে হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।

সিনেমাটি সিঙ্গাপুর-ভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঙ্গেলস ভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। ২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটির শুট শুরু হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন