জিবিনিউজ 24 ডেস্ক//
শ্রীলঙ্কার মন্ত্রিসভায় ৯ জন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মে) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সামনে শপথ নেন তারা। খবর রয়টার্সের।
নিমাল সিরিপালা ডি সিলভা বন্দর, নৌ ও বিমানমন্ত্রী, সুশীল প্রেমজয়ন্ত শিক্ষামন্ত্রী, কেহেলিয়া রামবুকওয়েলা স্বাস্থ্যমন্ত্রী, বিজয়দাসা রাজাপাকসে বিচার, কারা বিষয়ক ও সাংবিধানিক সংস্কার বিষয়ক মন্ত্রী, হারিন ফার্নান্দো পর্যটন ও ভূমিমন্ত্রী, রমেশ পাথিরানা প্ল্যান্টেশন শিল্পমন্ত্রী, মানুশা নানায়াক্কারা শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, নালিন ফার্নান্দো বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী এবং তিরান আলেস জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সরকারবিরোধী বিক্ষোভকারীদের চাপে চলতি মাসে প্রেসিডেন্ট গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর অভিজ্ঞ রাজনীতিক পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য রনিল বিক্রমাসিংহকে ওই পদে নিয়োগ পান। তারপর থেকে মন্ত্রিসভায় মোট ১৩ জন নতুন সদস্যকে নিয়োগ দিলেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন