জিবিনিউজ 24 ডেস্ক//
ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে তিনি এখন নিয়মিত নন। তবে তিনি নিজেকে এখনো নায়িকাই মনে করছেন।
শনিবার (২১ মে) বিকেলে নূতন ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, আমি মানুষ যে বয়সেরই হই না কেন মনে মনে নিজেকে সব সময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম আছি থাকবো। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরবো।
নন্দিত নির্মাতা দিলীপ বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে তিনি আরো লিখেছেন, শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন, নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা।
এখনো তিনি নিয়মিত জিম ও ডায়েট করেন উল্লেখ করে লেখেন, যদিও প্রয়োজনের তাগিদে বা অভিনয়ের লোভে আমি খলনায়িকা, মা, বোন হয়েছি। তবে মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে আমার কাছে সবসময় নায়িকাই ভাবি। সেই ৮০-৯০ দশকের মতোই নিয়ম করে ব্যায়াম, খাওয়-দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই।
আবার নতুন করে ফেসবুকে একটা ছবি পোস্ট দিয়ে নূতন লিখেছেন, নায়িকাদের কীভাবে পটাতে হয় জেনে নাও। খালি আপু আপনার ভক্ত, ভালোবাসি, ফেসবুকে যুক্ত হতে চাই বললেই হয় না, এগুলো শুনতেছি আজ ৩৫ বছর। ক্রিয়েটিভ হও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন