জিবিনিউজ 24 ডেস্ক//
মার্কিন পপ গায়িকা ম্যাডোনা প্রায়ই খোলামেলা পোশাকে হাজির হন নেট দুনিয়ায়। এজন্য এ গায়িকাকে অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয়। এবার তার বিরুদ্ধে ইনস্টাগ্রামে নগ্নতার অভিযোগ উঠেছে। এই অভিযোগের জেরে তাকে ইনস্টাগ্রাম লাইভে নিষিদ্ধ করা হয়েছে।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাডোনা তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। এই প্ল্যাটফর্মের বাকিদের কথা মাথায় রেখে এবং সবাইকে সম্মান জানিয়ে আইন মেনে চলতে হবে বলে জানায় ইনস্টাগ্রাম কতৃপক্ষ।
তবে কোন পোস্টের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি তারা। তবে এ বিষয়টি নিয়ে অবাক হয়েছেন ম্যাডোনা নিজেও।
একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমি জীবনেও এতো কাপড় পরিনি, এখন যা পরে আছি। এরা বলতে কী চাইছে? বিষয়টি আশ্চর্যজনক!
এটাই প্রথম না, এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে কোনও রকম সর্তকবার্তা ছাড়াই ম্যাডোনার বেশকিছু ছবি ডিলিট করে দিয়েছিল ইনস্টাগ্রাম, কারণ ছবিগুলোতে ম্যাডানোর স্তনবৃন্ত উন্মুক্ত ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন