লন্ডনে শাহরিয়ার বিপ্লবের বই ‘ জালাল ভাইয়ের শোকসভা ‘ নিয়ে আলোচনা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

প্রতিথযশা প্রয়াত যুবনেতা মঈনউদ্দিন আহমেদ জালালকে নিয়ে রাজনৈতিক উপন্যাস জালাল ভাইয়ের শোকসভা বই নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাবে। মাসিক বিলেতের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানে জালাল ভাইয়ের শোকসভা বইয়ের লেখক শাহরিয়ার বিপ্লব উপস্থিত ছিলেন।

বই নিয়ে পর্যালোচনা করেন বিশিষ্ট সাংবাদিক আব্দুস সাত্তার। তিনি বলেন, জালাল ভাইয়ের শোকসভা বইটি আশির দশক থেকে চলমান সময়ের প্রতিচ্ছবি। রাজনৈতিক এক আখ্যানে এই বইয়ে আবিস্কার করা যায় একজন মানবিক ছাত্রনেতাকে। মঈনউদ্দিন জালালকে নতুন করে চিনতে শেখায়।

বিলেত সম্পাদক সাঈম চৌধুরীর পরিচলানায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেনের সভাপতিত্বে আলোচনায় যোগ দেন সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, কবি হামিদ মোহাম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক সাহিত্য পরিষদ সভাপতি মায়নূর ইসলাম বাবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনাম আহমেদ, সত্যবানী সম্পাদক সৈয়দ আনাস পাশা, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক জামাল খান, সুনামগন্জ সদর ওয়েলফেয়ারের সভাপতি আজিজ আহমদ, কোষাধক্ষ সফির উদ্দিন, নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাষ্টের লাকি মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাব নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক আ স ম মাসুম , বিলেত টিভির ম্যানেজিং ডিরেক্টর আলাউর শাহীন, কমিউনিটি এক্টিভিষ্ট আমিনা আলী, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, মোহাম্মদ খান, কাউন্সিলার বদরুল ইসলাম চৌধুরী, সৈয়দ সামী, ফারুক মিয়া, সাইফুল ইসলাম, সাংবাদিক আরিফ মাহফুজ , আব্দুল মালেক, নুরুল করিম, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আলী চৌধুরী সুমন, মহিউদ্দিন জগলু, জাহাংগীর হোসেন, শহিদুল ইসলাম, তানজিদ সৌরভ, তানভীর তামান্নাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বই নিয়ে আলোচনায় লেখক শাহরিয়ার বিপ্লব বলেন, এই বইয়ে একজন জালাল ভাইয়ের মতো নিবেদিত প্রান রাজনীতিবিদের প্রতিচ্ছবি তুলে আনার চেষ্টা করেছেন। এটা তার নিজের দেখা জালাল ভাইকে নিয়ে লেখা উপন্যাস ।

আলোচনা অনুষ্ঠানের সভাপতি স্পিকার আহবাব হোসেন বলেন, মঈনউদ্দিন আহমেদ জালালকে লেখনীর মাধ্যমে তুলে এনে নতুন আগামী প্রজন্মের কাছে জালালকে বাচিয়ে রাখার এই প্রয়াসের জন্য শাহরিয়ার বিপ্লব একজন লেখক হিসাবে সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন