২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে মানববন্ধন বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদ

-মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে-বাংলাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের ক্ষুব্ধ সচেতন প্রবাসীর উদ্যোগে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। মানববন্ধন ও প্রতিবাদ সভার সমন্বয়কারী তোফাজ্জল লিটন বলেন, ধর্ষণের বিচার না হওয়ায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। সরকার এ বিষয়ে দ্রুত বিচার কার্যক্রম চালু করবে বলে আমরা আশাবাদী। আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রতিবাদ সমাবেশের উদ্যোক্তা কান্তা কবীর বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আমরা মর্মাহত। প্রবাসে থেকেও দেশের এমন মানবিক বিপর্যয়ের ঘটনা জানতে পেরে আমরা নীরব থাকতে পারি না। সবাইকে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী নাগরিকদের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন