ঈদুল আজহায় মুক্তি পেতে পারে ‘লিডার, আমিই বাংলাদেশ’

জিবিনিউজ 24 ডেস্ক//

আগামী ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ছবি ‌‘লিডার, আমিই বাংলাদেশ’র মুক্তি পেতে পারে। মঙ্গলবার (২৪ মে) ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির সিইও আশিকুর রহমান জানান, ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা আছে আমাদের। ঈতোমধ্যে ঈদে মুক্তির সব প্রস্তুতিও সম্পন্ন করতে চেষ্টা চালানো হচ্ছে। বাকিটা দেখা যাক।

 

গত বছর সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে ছবিটির শুটিং দৃশ্য ধারণের কাজ শেষ হয়। এটি নির্মাণ করেছেন তপু খান। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার।

জানা গেছে, ছবিটি ডিস্টিবিউশনের দায়িত্বে থাকবে টিওটি ফিল্ম। প্রতিষ্ঠানটির ডিস্টিবিউশন ম্যানেজার মঞ্জুর রহমান সমকালকে বলেন, আমাদের সঙ্গে ইতোমধ্যে বেঙ্গল মাল্টিমিডিয়ার লিডার,আমিই বাংলাদেশ ছবির ডিস্টিবিউশন নিয়ে কথা হয়েছে। সব ঠিক থাকলে ঈদে আসবে ছবিটি।

তবে ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও এখনো কিছু কাজ বাকি রয়েছে বলে সূত্রের বরাতে জানা গেছে। বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে কথা বললে তিনি বলেন, শুটিং ডাবিং সব শেষ ছবিটির। শেষ কালার কারেকশনের কাজও। তবে যে কাজ বাকি রয়েছে তাও দ্রুত শেষ করা হবে।

তপু খান বলেন, বড় বাজেটের ছবি লিডার, আমিই বাংলাদেশ। বলা যায় উৎসবে মুক্তি দেওয়ার মতোই ছবি এটি। আর ছবিটি ঈদের মুক্তির জন্য শাকিব খানের দর্শকরাও অধির আগ্রহে বসে আছে। আমিও চাই ছবিটি ঈদের উপহার হিসেবে দর্শকদরে কাছে তোলে দিতে। আমারও বিশ্বাস ঈদেই ছবিটি মুক্তি দিতে প্রযোজনা সংস্থা।

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন