রিপোর্ট -মোহাম্মদ সেলিম আরব আমিরাত ।।
সোমবার (২৩ মে) বাদে এশা প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি, সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি,দানবীর ফখরুল খান সিআইপি ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এ সময়ে প্রতিষ্ঠানের মালিক মাওলানা এনামুল হাসান চৌধুরীসহ স্হানীয় স্পন্সর, আমিরাতী নাগরিক আবদুল্লা আলী আল মাহরী, সৈয়দ সালেম, শেখ আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম খান সিআইপি এবং অনুস্ঠান পরিচালনা করেন ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ভুইয়া। এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, কবিতা মঞ্চের সভাপতি কবি মোহাম্মদ মুসা,এসকান্দার হোসেন, সাংবাদিক আবদুল মান্নান এতে আরও উপস্থিত ছিলেন বিসি স্ট বেবশায়ী সারওয়ার হোসেন, আক্তার হোসেন পারভেজ, মাওলানা ইমরান, আল আমিন জয়,সাংবাদিক সনজিত সীল, মজিবুর রহমান, বাবু দিপক, সাংবাদিক মোহাম্মদ সেলিম সহ অনেক শেষে দেশ এবং প্রবাশের সকলের জন্য দোয়া করেন মাওলানা মোহাম্মদ ইমরান রাতের খাবার শেষে অনুষ্টানের সমাপ্তি হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন