জিবিনিউজ 24 ডেস্ক//
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই অপরিবর্তিত রয়েছে।
বুধবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায়৪ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২১৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ৬০০ জন সেরে উঠলেন।
নতুন শনাক্ত ৩০ রোগীর মধ্যে ১৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া নেত্রকোণায় তিনজন, গাজীপুর ও কক্সবাজারের দুইজন করে মোট চারজন এবং নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার একজন করে রোগী শনাক্ত হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন