হেলাল উদ্দিন ||
বিভিন্ন বারা থেকে নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা দিল সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন, বেকা ও কিউপিবিএ।
গত মঙ্গলবার ২৪মে পশ্চিম লন্ডনের হ্যার রোডস্থ বিসিএ ভবনে বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত কাউন্সিলরদের সম্মান জানালো সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন লন্ডন, বেঙ্গলি এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন হামস্ট্যাড কিলবার্ন, কুইন্স পার্ক বাংলাদেশ এসোসিয়েশন সম্মিলিত ভাবে।
বিকাল ৬ থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিন সংগঠনের নেতৃবৃন্দ। এদের মধ্যে ছিলেন আব্দুর রাজ্জাক, তাজ উদ্দিন, নজরুল ইসলাম অকিব, জাকির আহমদ, শাহজাহান খান, রেফুল মিয়া, মোহাম্মদ জয়নাল, মুহিবুর রহমান, মাতাব উদ্দিন, সুলেমান খান, নাসির উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ ক্যাটারাস এসোসয়েশনের সভাপতি জনাব আব্দুল মুনিম সবাইকে স্বাগত জানান। সংবর্ধিত কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন কেমডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নাজমা রহমান, ব্রেন্ট কাউন্সিলের পারভেজ আহমদ ও রিতা বেগম। নিউহাম কাউন্সিলের মুজিবুর রহমান জসিম ও রহিমা বেগম।
হানসলো কাউন্সিল থেকে নির্বাচিত বিসিএ নেতা মুজিবুর রহমান জুনু। হিলিংডন কাউন্সিল থেকে নির্বাচিত সাফিউল আলম। হ্যারো কাউন্সিল থেকে নির্বাচিত সাহনিয়া চৌধুরী। টাওয়ার হেমলেটস থেকে নির্বাচিত তরুণ কাউন্সিলর শুভ হোসেন ।
এটঅনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। মিডিয়া ব্যক্তিত্ব মিসবা জামাল ও তোফায়েল আহমদ অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন। বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ব্যক্তব্য রাখেন ও কাউন্সিলরদের হাতে
ক্রেস্ট তুলে দেন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিএস সদস্য ও সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারী দিলওয়ার হোসেন।বিসিএ নেতা মরহুম দরছ আহমেদের জন্য দোয়া পরিচালনা করেন হ্যারো রোড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সহিদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন