ফ্রান্সে মুক্তি পাচ্ছে ‘শান’

জিবিনিউজ 24 ডেস্ক//

সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘শান গত ঈদে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলে ছবিটি। দর্শক নন্দিত ছবিটি এবার মুক্তি পাচ্ছে ফ্রান্সে।

আগামী শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ছবিটি প্রদশির্ত হবে। সেখানে ছবিটি ডিস্টিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।

 

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি ছবিটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।

ছবির পরিচালক এম রাহিম বলেন, ঈদে দর্শক টেনেছে ছবিটি। আমরা চাই ছবিটি প্রবাসী বাংলাদেশীরাও দেখার সুযোগ পাক। এবার ফ্যান্সে ছবিটি মুক্তি দিচ্ছে দেসি এন্টারটেইনমেন্ট। বাংলা সিনেমা বিদেশে মুক্তি দিতে তাদের এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি ২৭ মে ছবিটি ফ্যান্সের দর্শকরাও হলে এসে দেখবেন।

ছবিটি নির্মিত হয়েছে ফিলম্যান প্রডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। ‘শান’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিম উদ দৌলা। এতে সিয়ামের বিপরীতে আছে পূজা চেরি। এ ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন