জিবিনিউজ 24 ডেস্ক//
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের পদে ফের পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন টেড্রোস আধানম গেব্রিয়াসুস। খবর রয়টার্সের।
মঙ্গলবার (২৪ মে) বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ টুইট করে বলেন, মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন টেড্রোস আধানম গেব্রেইয়াসুস। তিনি ১৬০ ভোটের মধ্যে ১৫৫টি পেয়েছেন, যা চমকপ্রদ ফলাফল।
ইথিওপিয়ার এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা সঙ্কটকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব সামলেছেন। পুনরায় দায়িত্ব পাওয়ায় বিশ্বের অনেক দেশের নেতা টেড্রোস আধানম গেব্রেইয়াসুসকে অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন