জিবিনিউজ 24 ডেস্ক//
পাহাড়ে রক্তপাত ও চাঁদাবাজি বন্ধে যা কিছু করার প্রয়োজন সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙামাটি পুলিশ লাইন্স সুখী নীলগঞ্জে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জানান।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন্সের পার্বত্য আঞ্চলিক দপ্তর ও তিন পার্বত্য জেলায় তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান খান কামাল বলেন, পার্বত্য চুক্তির আলোকেই পাহাড়ের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ ফোর্স আর্মড পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে। এ ব্যাটালিয়নের সদস্যরা ইতোপূর্বে পাহাড়ের যেসব স্থানের ক্যাম্প থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছিল সেসব ক্যাম্পের দায়িত্ব নেবে।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী রাঙামাটিতে ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়নের আঞ্চলিক দপ্তর ও তিন পার্বত্য জেলায় তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন