প্রণয়ের দূর্ভেদ্য বুনণ

 সহিদুল আলম স্বপন |  জেনেভা, সুইজারল্যান্ড  ||

==========================================

রাতেরও বুঝি হিংসে হয়

তোমার ভালোবাসা দেখে

তাইতো ভোরের সূর্যের সাথে তার অযথা ঝগড়া, 

কুয়াশার চাদরে মুড়ে থাকা তার সব অভিমান।

 

আমার কবিতার শব্দ গুলো কবিতার মতো নয়,

যেন ভোরের শিশিরে ভেঁজা এক মুঠো রজনীগন্ধার

গুমরে গুমরে কান্নার সাত সুরে বাঁধা এক অদ্ভুত রাগ। 

 

ভালোবাসার চাঁদরে মোড়া স্বপ্নের কুহলিকা 

সে এক অব্যাক্ত কথামালার মুক্তো মনিহার,

যেন ঝিনুকের বুক থেকে ছিনিয়ে আনা 

প্রণয়ের দূর্ভেদ্য বুননের চাদর।

 

হিমালয়ের বুক চেতানো দাম্ভিকতারআড়ালে

কান্চনজন্ঘার লাজুক চিবুকে 

তার মিষ্টি চুমোর এক চিলতে আবীর,

মাচুপিচুর অলৌকিকতাকেও হার মানায়।

আমার কবিতার শব্দ গুলো 

সুরের মূর্ছনায় বেজে উঠে বিশ্বাসের বাঁশীতে; 

বেঁচে থাকা যায় মৃত্যুর মতো করে 

তোমার ভালোবাসার চুম্বনে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন