বাংলালিংকের বিরুদ্ধে করা জেমস-মাইলসের মামলা প্রত্যাহার

জিবিনিউজ 24 ডেস্ক//

বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস, মানাম আহমেদ এবং হামিন আহমেদের করা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

 

মহানগর দায়রা জজের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, আজ বাদী পক্ষ আদালতে উপস্থিত হয়ে জানায়, বিবাদীদের সঙ্গে তাদের আপস-মীমাংসা হয়ে গেছে। তাই তারা মামলা দুইটি প্রত্যাহার চান। তাদের এই আবেদনের প্রেক্ষিতে আদালত মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন।

গত বছর ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের দুই ভাই মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলায় মানাম ও হামিন আহমেদ অভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি আসামিরা তাদের অনুমতি ছাড়াই বাংলালিংকে ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করছেন। এতে তারা (বাদী পক্ষ) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুখিনী দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও ‘যার যার ধর্ম’ গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন