বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর নেপালের দোর বাহাদুর

জিবিনিউজ 24 ডেস্ক//

বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর এখন নেপালের ১৭ বছর বয়সি দোর বাহাদুর ক্ষেপাঞ্জি। গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস এই কিশোরকে সম্প্রতি স্বীকৃতি দিয়েছে।

২০০৪ সালের ১৪ নভেম্বর দোর বাহাদুর জন্মগ্রহণ করেন। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ মার্চ কাঠমান্ডুতে তার উচ্চতার মাপ নেওয়া হয়। এতে তার উচ্চতা আসে ৭৩.৪৩ সেন্টিমিটার (২ ফুট ৪.৯ ইঞ্চি)।

 

দোর বাহাদুরের ভাই নারা বাহাদুর বলেন, আমি আনন্দিত আমার ভাই গিনেস রেকর্ড সার্টিফিকেট পেয়েছে।

দোর বাহাদুর তার বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে কাঠমান্ডুর প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিন্ধুলি জেলায় বাস করে। তার বাবা একজন কৃষক। তিনি পরিবারের ছোট ছেলে এবং গ্রামের একটি স্কুলে পড়ে।

রেকর্ডটি আগে নেপালের খগেন্দ্র থাপা মাগারের নামে এক কিশোরের দখলে ছিল। খগেন্দ্র, যিনি ১৯৯২ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন