ইরানে নির্মাণাধীন ভবন ধসে ১৮ জন নিহত

জিবিনিউজ 24 ডেস্ক//

ইরানে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) খুজেস্তান প্রদেশের আবাদান শহরের ১০তলা বিশিষ্ট ওই নির্মাণাধীন ভবনটি আংশিকভাবে ব্যস্ততম এক সড়কে ধসে পড়ে।

বৃহস্পতিবার (২৬ মে) কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর মিডল ইস্ট আইয়ের।

 

প্রদেশের গভর্নর ইহসান আব্বাসপুর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে বলেন, ভবনের ধ্বংসাবশেষের নিচে আসলে কতজন রয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত আমরা ১৮ জনের মরদেহ পেয়েছি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৩৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসা নেওয়ার পর ফিরে গেছেন। উদ্ধার অভিযান চলছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি বলেন, পার্শ্ববর্তী ভবন ধসের শঙ্কায় উদ্ধার অভিযান ধীর গতিতে চলছে।

স্থানীয় বিচার বিভাগ এ ঘটনার জন্য ‘দায়ী’ ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তাদের মধ্যে রয়েছেন আবাদান শহরের মেয়র, সাবেক দুই মেয়র, একাধিক নগর কর্তৃপক্ষ কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন