ইউক্রেনে জিতলে স্লোভাকিয়ার দিকে এগোবে রাশিয়া: হেগার

জিবিনিউজ 24 ডেস্ক//

ইউক্রেন দখল করতে সফল হলে রাশিয়ার পরবর্তী লক্ষ্যবস্তু স্লোভাকিয়ার হতে পারে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। সূত্র: স্কাই নিউজ

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম বৈঠকের পাশাপাশি স্কাই নিউজের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সবার আগে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে, তারা আমাদের প্রতিবেশী এবং আমরা পুরোপুরি তাদের পাশে আছি। ইউক্রেনের বিজয় এবং তাদের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তারা আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশীর স্থিতিশীল এবং সমৃদ্ধশালী হওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

 

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় বিষয়টি হচ্ছে, আমরা এর পরের রাউন্ডেই আছি। তারা ব্যর্থ হলে রাশিয়া আরো এগিয়ে যাবে। তাই এটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের বিষয়টি উপলব্ধি করতে হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে।

রাশিয়ার বিমানবাহিনীর এলিট ফোর্সের একাধিক কৌশলগত ব্যর্থতার খবরের মধ্যে স্লোভাক প্রধানমন্ত্রীর এ সতর্কতা এলো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন