জিবিনিউজ 24 ডেস্ক//
ইউক্রেনের খারকিভ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ৯ জন নিহতের দাবি করেছে কিয়েভ।
শুক্রবার (২৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবগ এ কথা বলেন। খবর এএফপির।
খারকিভের গভর্নর বলেন, এ ঘটনায় আরও ১৯ জন বেসামরিক আহত হয়েছেন। খারকিয়েভের তিনটি এলাকায় রুশ বাহিনী এই হামলা চালায়।
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলেও অভিযান আরও জোরদার করেছে রুশ সেনারা। এরই মধ্যে অঞ্চলটির ৪০টিরও বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দেখা দেওয়া বিভক্তি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন