চুক্তির কারণে নয়, রক্তপাত এড়াতে ইমরানের লংমার্চ সমাপ্ত হয়

জিবিনিউজ 24 ডেস্ক//

পিটিআই চেয়ারম্যান ও সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘সরকারের সাথে কোনো গোপন চুক্তির কারণে নয়, মূলত রক্তপাত এড়ানোর জন্য লংমার্চ সমাপ্ত করা হয়।’ শুক্রবার তিনি এমন মন্তব্য করেন।

পিটিআইয়ের আজাদি মার্চ শেষ করার বিনিময়ে একটি গোপন চুক্তি করা হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইমরান। এ বিষয়ে পেশোয়ারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে আগাম নির্বাচন ঘোষণা করা না হলে তিনি আবার রাস্তায় নামবেন। এ সময় পিটিআইয়ের মিছিলে অংশগ্রহণকারীদের ওপর পুলিশি আক্রমণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দলের লোকদের ওপর হামলার জন্য ওই পুলিশ সদস্যদের নির্দেশ দেয়ার কারণে তিনি বর্তমান সরকারেরও কড়া সমালোচনা করেছেন।

 

পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আমার কর্মীরা জানতে চেয়েছেন কেন আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করলাম না। আমি ওই ব্যক্তি যে ১২৬ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে। এটা আমার কাছে কঠিন কোনো ব্যাপার না। কিন্তু, যখন আমি ইসলামাবাদ পৌঁছলাম তখন আমি সার্বিক পরিস্থিতির সম্পর্কে জানতে পারি [...] আমি জানতাম যে ওই দিন রক্তপাত হবে। এ কারণে আজাদি লংমার্চ সমাপ্ত করা হয়।’

ইমরান বলেন, ‘পুলিশের মাধ্যমে পিটিআইয়ের ওপর ‘সন্ত্রাস’ চালানো দেখে জনগণ সংগ্রামের জন্য ‘প্রস্তুত’ হয়েছিল। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। আমাদের কিছু লোক ছিল, যারা এ অবস্থা দেখে ভীষণ ক্ষুব্ধ হয়েছিল।

তিনি বলেন, আমাদের কর্মী ও আন্দোলনকারীদের ওপর নৃশংসতা চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল শাহবাজ শরিফের সরকার। এ কারণে ওই অবস্থান কর্মসূচি গ্রহণ করলে রক্তপাত হতো। ওই সময় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণ ক্ষেপে ছিল। কিন্তু ওই পুলিশ সদস্যরাও তো আমাদের জনগণ। তাদের সাথে সংঘাতে জড়িয়ে পড়াটা ঠিক হতো না। যদি ওই কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটত, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতো।

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মসূচি না দিয়ে পিছু হটাকে আমাদের দুর্বলতা মনে করবেন না। মনে করবেন না যে একটি গোপন চুক্তি হয়েছে। আমি অদ্ভুত কথা শুনেছি যে সরকারের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কারও সাথে চুক্তি করিনি। শুধু দেশের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।’

ইমরান খান আরো বলেন, ‘এ বিষয়টা পরিষ্কার যে পিটিআই "আমদানি করা সরকারের" সাথে আলোচনা বা চুক্তি করবে না। কারণ, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে আমি জিহাদ মনে করি। আমি যতদিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন