বাবরি মসজিদের পর এবার ঈদগাহ সরানোর দাবি !

জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রামমন্দির তৈরির কাজ শুরু হয়েছে। এবার জন্মভূমির অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ ‘শ্রীকৃষ্ণ বিরাজমান’।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আশির দশকের শেষে রামমন্দির আন্দোলনের সময় বিজেপি-সঙ্ঘ পরিবার স্লোগান দিয়েছিল, ‘অযোধ্যা তো সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়।’। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পরেও সেই স্লোগান ওঠে। সেই সূত্র মেনেই রোববার (২৭ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের মথুরার আদালতে ‘ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান’-এর হয়ে মামলা দায়ের হয়েছে। মামলার শুনানি হবে ৩০ সেপ্টেম্বর।

 

দাবি, মথুরায় ‘শ্রীকৃষ্ণ জন্মভূমি’র ১৩.৩৭ একরের অধিকার এবং শাহি ঈদগাহ মসজিদ সরানো।

শ্রীকৃষ্ণ বিরাজমানের হয়ে মামলা করেছেন রঞ্জনা অগ্নিহোত্রী ও ছয়জন ভক্ত। তাদের আইনজীবী হরিশঙ্কর জৈন ও বিষ্ণু জৈনদের বক্তব্য, সুন্নি ওয়াকফ বোর্ডের সম্মতিতে ঈদগাহ এর পরিচালনা কমিটি বেআইনিভাবে মসজিদের কাঠামো খাড়া করেছে। মথুরার কাটরা কেশব দেবের ওই জমি আসলে শ্রীকৃষ্ণ বিরাজমানের। এখন মথুরায় শ্রীকৃষ্ণ মন্দিরের পাশেই শাহি ঈদগাহ মসজিদ অবস্থিত।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন