আনসার আহমেদ উল্লাহ//
গত ২৭ মে রুবি হকের জানাজা ব্রিক লেন মসজিদে হওয়ার পর তাকে হেনল্টের গার্ডেন অফ পিসে তাকে সমাহিত করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মানবাধিকার নেত্রী রুবি হক গত ২৫ মে ২০২২ লন্ডনের রমফোর্ড এলাকায় সেন্ট ফ্রান্সিস হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তিনি কয়েক মাস যাবত মরন ব্যাধি ব্রেন টিউমারে ভূগছিলেন ।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনে রুবি হক ছিলেন অগ্রগামী সৈনিক। যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের সকল প্রগতির আন্দোলনে তিনি ছিলেন এক বলিষ্ঠ কন্ঠ। তার অকাল মৃত্যু প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
রুবি হক নির্মূল কমিটি ছাড়াও গ্রেটার লন্ডন জাসদের মহিলা সম্পাদিকা, নারী জোটের আহবায়ক, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সহ সভাপতি, হিউম্যান রাইটস কমিশন ইউ কের লন্ডন শাখার সভাপতি, সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের মহিলা সম্পাদিকা, শিক্ষক, , মৌলিক আর্টস, যুগ্ম আহ্বায়ক ও হাওয়া অনলাইন টিভির উপস্থাপক ছিলেন।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ব্রিটেনের বাঙালী কমিউনিটিতে নেসে আসে শোকের ছায়া, অনেকেই ছুটে যান তার বাসভবনে। দুই দশকেরও বেশী সময় ধরে ব্রিটেনের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সকলের প্রীয় রুবী হক একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আজীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী রুবী হক উগ্রবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার।
মৃত্যুকালে রুবি হক দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর স্বামী যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক মনি। রুবি হক সিলেটের ওসমানী নগর উপজেলায় জন্মগ্রহণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন